বিষয়ঃ ইউপি মাসিক সভার কার্যবিবরণী।
তারিখঃ ২৩/০৫/২০১৩ ই্ং সময়ঃ ০২:০০ঘটিকায়। স্থানঃ ইউ.পি কার্যালয়।
সভাপতিঃ জনাব শহীদুর রহমান শহীদ, চেয়ারম্যান পূর্ব বীরগাঁও ইউ/পি
সভায় উপস্থিত সদস্যবৃন্দঃ- স্বাক্ষরিত
১। জনাব শহীদুর রহমান শহীদ ইউ/পি চেয়ারম্যান ’’
২। ’’ জেসমিন বেগম সদস্যা ’’
৩। ’’ মমতাজ খানম ’’ ’’
৪। ’’ সাজিনা বেগম ’’ ’’
৫। জনাব মাহবুব খান ইউপি সদস্য ’’
৬। ’’ রুহুল আমিন
৭। ’’ হারুনুর রশিদ ’’ ’’
৮। ’’ মিজানুর রহমান ’’ ’’
৯। ’’ এস.এস রাবেদ ’’ ’’
১০। ’’ সিরাজুল ইসলাম ’’ ’’
১১। ’’ জুবায়েল আহমেদ ’’ ’’
১২। ’’ শাহাদাৎ হোসেন পাশা ’’ ’’
১৩। ’’ ছাইম উদ্দিন ’’ ’’
আলোচ্যসূচীঃ
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট সংক্রান্ত আলোচনা।
৩। বিবিধ
১ম প্রস্তাবঃ
অদ্যকার সভায় সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যবৃন্দকে স্বাগত জানিয়ে সভার কাজ শুরু করেন এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানোর পর তা সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমোদিত হয়।
২য় প্রস্তাব
সভায় সভাপতি মহোদয় প্রস্তাব করেন যে, অত্র ইউনিয়নের জন্য তৈরী ২০১৩-২০১৪ অর্থ বছরের আয় ব্যয় এর হিসাব পরীক্ষা করার জন্য।
উক্ত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যবৃন্দ অত্র ইউনিয়নের জন্য তৈরী ২০১৩-২০১৪ সনের বাজেট পুঙ্খানুপুঙ্করূপে পরীক্ষা নিরীক্ষার পর একমত পোষন করেন এবং আলোচনা ক্রমে ১লা জুলাই ২০১৩ ইং হইতে কার্যকর হইবে।
অদ্যকার সভায় আলোচনা ক্রমে এসসমেন্ট তালিকা অনুযায়ী ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
আগামী ২০১৩-২০১৪ অর্থ বছরের উন্নয়ন বাজেটের ব্যয় ৬৬,৬৪,৬৪৪/- টাকা উদ্বৃত টাকার পরিমাণ ৮৫,২৮৯/- টাকা সহ সর্বমোট ৬৭,০০৪৬৫/-(সাষট্টি লক্ষ চার শত পয়ষট্টি টাকা) টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।
বিধি সমূহঃ
১। দালান কোঠা ও তৎসংলগ আবাসিক জমির মূল্যেও উপর বার্ষিক কর বা ট্যাক্স ৭.৫ হারে।
২। জন্ম ও মৃত্যু তারিখ সংক্রান্ত সনদপত্রের উপর ফি ১০ টাকা হতে বিধি অনুসারে।
৩। নাগরিক সনদপত্র ফি ১০টাকা।
৪। লাইসেন্স প্রতিটি ৫০ টাকা হতে ৫০০ টাকা পর্যন্ত।
৫। গরু,ছাগল, ভেরা, মহিষ, নৌকা, ইত্যাদি পরিচয়পত্রের ফি ৫ টাকা হারে।
৬। বিভিন্ন চুক্তিপত্রের উপর ফি ২% হারে।
৭। ফৌজদারী মামলা ফি ২% ও দেওয়ানীমামলা ফি ৪% টাকা হারে।
অত্র ইউনিয়নের ২০১৩-২০১৪ সনের বাজেট আয়-ব্যয়ের হিসাব নিম্নে ইউপি ফরম-১ এ দেয়া হলো।
অদ্যকার সভায় অন্যকোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত ঘোষনা করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS